সঞ্জীব চট্টোপাধ্যায় পালামৌ গিয়ে নাকি আবিস্কার করে ফেলেছিলেন "বন্যেরা বনে সুন্দর ; শিশুরা মাতৃক্রোড়ে "
এখন সে রাম ও নেই ,অযোধ্যা ও নেই ; বন যদিও বা একটু আধটু আছে , বন্যদের তাতে পোষায় না ,খাদ্যটা কই ?
আর শিশুরা ? মাতৃক্রোড় ? মন্তব্য নিস্প্রয়োজন !!
শিশুরা এখন আর মাতৃক্রোড়ে লালিত হয়না !!
এবং ভোট এসেছে বীরের ছাঁদে...।
এবং স্বামি দেবতার বুকে শেল বিঁধিয়ে এসে গেছে চৈত্র সেল......
এবং তাই ই......
এখন খবর ।


বন্যেরা ঢোকে লোকালয়ে , আর নেতারা ঘরের দোরে ;
চৈত্রের শেলে বঙ্গ বধুরা গড়িয়া হাটের মোড়ে ।।


থাকিত একদা গজরাজ বনে ,আজ তছ্নছ্ বসতি !
ভোটের দিনটা না যাওয়া অবধি , মনটাতে নেই স্বস্তি !!


গিন্নিরা আর পকেট কাটে না তোলা তোলে স্বামি বেচারার !
ন্যায্য মাইনে মিটিয়ে না দেয় ,ঘাড়ে আছে মাথা কটা কার ?


শিশুরা ও জানে দেব, জিৎ ,যীশু--পায়েল ,কোয়েল,মিমি
আয়াদের কোলে সিরিয়াল দ্যাখে , মায়েদের কোলে ঝিমি !!


খাদ্যের খোঁজে হস্তী-চিতারা ; ভোটারের খোঁজে নেতারা !
শস্তার খোঁজে বঙ্গ ললনা ; ক্রোড় খোঁজে শিশু বেচারা !!!