অর্থহীন প্রাতিপদিক নয়---
এক মুঠো অর্থবহ শব্দ ভিক্ষা দাও, চার্বাক,
আভোগের অনুনাদে আত্মীকরণ সাধি
প্রত্যহ প্রত্যূষে।
তোমার প্রদীপ্র কন্ঠে উচ্চারিত
প্রতিজ্বিহা ছুঁয়ে এমন নিরত্যয় নিমন্ত্রণ
--- ' যাবজ্জীবেৎ সুখং জীবেৎ
ক্ষুন্নিবৃত্তে চৌর্য্য ও অ-পাপ ! '
---নির্বিকল্প বাঁচার মন্ত্রণা !!


লোকায়ত সংবেদ্য নয়,
ঈশ্বরের নাস্তিত্ব তর্কে প্রয়ত্ন নিস্ফল,
তবু ও আমার সমূহ তার্কিক প্রমা
বশীভূত হয়ে যায় তোমার ঐ মন্ত্র প্রতিগ্রহে;
আহিকের বাঁশিতে যেমন বিমূঢ আবিষ্ট সর্প
মঞ্জুষা প্রবিষ্ঠ হয় সন্নত মস্তকে।


কবি গুরু বলেছেন,
" আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন-
সত্যের দারুণ মুল্য লাভ করিবারে
মৃত্যু তে সকল দেনা শোধ ক'রে দিতে "।


আসলে, অ-মৃত্যুর তপস্যা চলে সারাটা জীবন-
কেবল বাঁচার মন্ত্র যপে জীবন যন্ত্রণা,
জন্মাবধি ঋণ থেকে যায়-
মাতৃ স্তন্যে, পিতৃ স্নেহে, সংসারে,সমাজে।।
তাই ,আণৃন্যে অভিপ্সা অলীক ;
মৃত্যুর অপর নাম অধমর্ণ জীবন বিয়োগ।


এক মুঠো শব্দ দাও, প্রাতিপদিক নয়---
অর্থবহ মন্ত্র----অ-মৃত্যুর মন্ত্রণা ,চার্বাক,
--' যাবজ্জীবন সুখ--'
হেমন্তে ও হলুদ হবো না,---
সংসপ্তক সেনানির মত আমি ও উদ্বুদ্ধ হবো
সংসৃত সংসারে।।