এপ্রিলে ফুল ফোটে ,
মধু খায় লুটে পুটে ;
জানে না সে কত মাপ
ভুলে খেলো ফুল কাপ
বাগানেতে প্রজাপতি --
তার কি যে হবে গতি ?
সর্বদা শুনি ভোগে
মধুমেহ মহারোগে ;
আজ তবু রঙে রঙে
কেনএতো সেজেছে !!


অ আ ও ঔ !!!!
পুকুরেতে কতো ঢেউ
তোমাদের মাঝে কেউ-
ছাই দিয়ে রং-চটা
পেতলের সুর্যটা ,
চাঁদ খানা চায়নার
ঝক্ ঝকে আয়নার
মতো করে মেজেছে ?
টল মলে জল টা ও
আজ দেখি সেজেছে !!