শোন্ তুই ইডিয়ট্
জেনে ফেল্ ঝট্ পট্
শুতে লাগে যে বালিশ-
মাথায় কথা এ রাখিস্ ,
সংস্কৃততে ' বালিশ ' মানে
বুদ্ধি-বিহীন মূর্খ !!
সংস্কৃতটা শিখলি না রে
রইলো মনে দুঃখ !!


পদটা যখন সমাস বদ্ধ
সুন্দর- নাম ' দেবপ্রিয় '
অর্থটা কে সাজিয়ে নিও ,
ব্যাস বাক্য ভাঙলে পরে
অর্থটা ও যাবে সরে ,
' দেবানাম্ প্রিয় ' হ'লেই
বদলে হবে মুর্খ !!
সংস্কৃতটা শিখলোনা কেউ
এইটে কেবল দুঃখ !!!