মানুষীর মত প্রসব বেদনা জানে
পৃথিবীতে জাত কোন প্রাণী ?
প্রাপ্ত ক্লেশ অভিভূতি লেগে থাকে
মানবীর মত
দেহে প্রাণে ,
পশু পাখি মাছ মাছি
এমনকি গাছের শরীরে !!


অত ই বেদনা যদি হবে;
কী আনান্দ পায় তবে
চিত্ততোষ
ফি-বছরে অনিবর্ত সন্তান প্রসবে ?
মনোময় কোন সে প্রস্তাবে
বর্তমান ক্লেশ-ক্লান্তি
বে-মালুম ক'রে বিস্মরণ --
বাৎসল্যে করে আমন্ত্রণ ?
ভালোবাসে--
মমতায় সন্তানে লালন !


কোন সিসৃক্ষায় বৃক্ষেরা ফোটায় ফুল
উদ্দেশ বিহীন ?
পশুদের সৃজন সর্জন
মাছেদের বংশের বিস্তার, তাদের একান্ত পরিজন
কেবল কি মৎস্যভুক প্রানী কিংবা
মানুষের ভোজ্য হবে বলে ?


নিছক প্রকৃতিবোধে
অন্যতম বিনোদন রমনী-সম্ভোগে
এখনো সেনসাসে অনেক মানুষ
অকারণে সংখ্যাধিক্য আনে !!
তথাপি , মানবীরা মানে --
প্রসব বেদনা নয় কেবল দুর্ভোগ ,
সৃষ্টির অপুর্ব উল্লাসে ,
বেদনা ও উপভোগ জেনেছে সন্ধানে !!