রাত দশমীর শুক্লা আকাশ--
অনেকক্ষণ তো জ্বললো আলো !!
আলো নেভাও , এখন আমার
পেয়েছে ঘুম বেশ জোরালো !!


আজকে কেন রাত দুটোতেই
আমার এতো ঘুম পেয়েছে ?
একটা কেমন বুকের ব্যথা !!
--ভয় কি আছে ? ডিশান আছে !!


রাতটা স্নেহের হাতটা বাড়ায় ,
চাঁদের থালায় দুঃখ সাজায় ।
দুঃখ আমার রাতের আহার ;
দুঃখ আমার মাংস লুচি ;
জাবর কাটি খাওয়ার পরে ,
অশ্রু দিয়ে চক্ষু মুছি !!


তারপরে তো স্বপ্ন দেখা--
সেখানেও কান্না রাখা ;
রান্নাটা তো তিক্ত কষায় ! --
জীবনটার ই লৌহ কড়ায়
দুঃখে ভাজা ভেজাল তেলে--
মাধুর্য আর কোথায় মেলে ??