বাজারে আজ বসলো আসর ,-দূরদর্শন করুন সবে !!
জ্ঞান হবে , গম্যি হবে , শান্তি মনের নষ্ট হবে ,
নিত্যি নতুন খুন -ধর্ষণ শুনলে পরে পুণ্যি হবে !!
জ্ঞানী গূণী সভায় আছেন--বঙ্গ নিয়ে আলোচনা ;
ভঙ্গ রণে দিতেই নারাজ , ধারালো আজ সব রসনা !!


আজ রয়েছেন ভক্ত নারদ--সকল সময় গুণ কীর্তন !!
নামটি পুছুন , পরিচয় চান , তাঁর চরণে দিয়েছে প্রাণ
মুখে কেবল তাঁহার ই নাম
নারায়ণ আর স্রেফ নারায়ন !!


করেন টা কি ? --অধ্যাপনা !!
এখানে এই সন্ধে বেলায় ?
---কেবল করি তাঁর ভজনা !!
বিষয়টা কি ?-----অর্থনীতি ?
স্পষ্ট কথায় কষ্ট টা কি ?
ওটাতেই তো একটু ভীতি !!
রোজ কি পড়েন ?-----খবর কাগজ ।
ধোলাই কিসে করেন মগজ ?
ফেলতে ঝেড়ে মনের থেকে
সত্যি যা তা আছে জানা ?
তেমন কিছু বাধা আছে ?
তেমন কিছু কইতে মানা ?
---আরে মশাই , না না না না ।
ব্রীজ বানানোর শিল্প কলায় আছে কোনো ধ্যান ধারণা ?
----না না না না
---ও সব শুরু বাম আমলে--
---খুঁজে দেখুন সি পি এম ই
রয়েছে এ সবের মূলে !!!
চৌর্যবৃত্তি খুব বেড়েছে --এ ব্যাপারে বলার আছে ?
--না না না না --না না না না
----নিন্দুকে সব বাড়িয়ে বলে !
---ভেবে দেখুন ,একটু আধটু--
ও সব না থাকলে চলে ?
ভোটের নামে হচ্ছে টা কি ? ছাপ্পা ভোট আর বুথের দখল ?
--না না না না নানা না না
---চৌঁত্রিশের ই ও সব ফসল !!


নিন্দে করা স্বভাব যাদের উন্নতি টা দেখলো নারে !!
সর্বধর্মং পরিত্যজ্য ভজরে মন কেবল তাঁরে !!


সাঙ্গ হল আলোচনা !!
বলরে ভাই মন রসনা---
আনন্দেতে সবাই বলো হরি হরি হরি হরি
ঘুষ যদি খাও হরির লুটে , হরির সেবায় কর্ রে চুরি !!