বিনা মদ্যপানে এই মধ্যদিনে
মনে হয়
হয়তো বা রাজপথ ও বদল হয়
এই নির্বাচনে !!
একি তবে সুখের সময়
নাকি ঘোর দুঃসময়--
কিসের সংকেত বয়
নীল নভেঃ সুর্যের বলয় ? *


**কবিতাটির একটু পারিপার্শিকতা এবং প্রাসঙ্গিকতা রয়েছে ।
সেদিন কলকাতায় ছিল নির্বাচন । গনগনে মধ্যাহ্নে আকাশে দেখা গেল সুর্যের চারিদিকে রামধনুর রঙের এক অপুর্ব বলয় ।
বামপন্থি আর শাষক শ্রেণির রাজনীতির পথ বদলের হয়তো বা রয়েছে ইঙ্গিত ওই অসময়ে সুর্যের বলয়ে !!
শক্তির সেই বিখ্যাত লাইন টি মনে পড়ে গেল
"ফুটপাথ বদল হয় মধ্যরাতে !!"