মমতায় ভরা আঁখিদুটি আজ
কেন গো রাঙাও বহ্নিতে ?
মসিলেপ কেন আমাদের ভালে
অস্তোন্মুখ অহ্নেতে ?
যেমন বলেছো তেমন করেছি
আমরা তো ক্রীত ভৃত্য
ধরতে বললে বেঁধে এনে পায়ে
ফেলে তো দিয়েছি নিত্য !
যখন বলেছো " জলের প্রবাহ
ঊর্দ্ধপানেই ধায় ।"
আমরা বলেছি "ঠিক কথা বটে !"
আমরা দিয়েছি সায় ।
একদা ছিলাম পোষ্যপুত্র ,
আজ কেন দোষারোপ ?
শির বুঝি যায় শিরোপার সাথে
পড়েছে তোমার কোপ ।
সব দুর্নাম মস্তকে নিয়ে
তোমারে করেছি তুষ্ট ।
আর ভ্রাতাগণ সাধু হোলো আজ ,
আমরা হলাম দুষ্ট ?