' বিবাহ ' কথার মানে
জানে কত জন ?


সাক্ষী থাকে প্রোজ্জ্বল আগুন--
বেপথু হৃদয়দ্বয় বদল হয় ,
হয়তো বা বদল হয় মন --
সঙ্গে থাকে প্রতিশ্রুতি অন্ন-পরিধান ।


কিন্তু , কত জন মানে--


এ তো নয় বাসাংসি জীর্ণানির বদলেতে
হেঁকে যাওয়া দুপুরের
ফেরিওয়ালার কাছে কেনা নতুন বাসন !!


কিংবা , নয় প্রতিশ্রুতি ভরপুর
বহু জাগতিক কোনো কোম্পানির
লালসার হাতছানি পরিচিত সেই বিজ্ঞাপন--
সকল ই বদলে ফেলো ,যা কিছু পুরোনো
ঘরে আনো আবার নতুন ।।


অতএব , ভাবিয়া করিও কাজ , করিছ যখন !!