(১)
Facebook-এ ছাড়া কবিতাগুলো কি ,
কেউ কি কখনো পড়ে ?
নাকি , Like দিয়েই বিনা খরচায় বন্ধুকে খুশি করে ?


কবি গুনে যান Like Box-এ কত গুলো tick পড়ে ,
ভাবেন , কত না পাঠক তাঁহার রয়েছেন ঘরে ঘরে !!


Celsius এর পারদ টা চড়ে,
মাথার পোকারা যখনই নড়ে
তুমি তো বন্ধু , ছাই পাঁশ লিখে Public -এ Post কর !
অখাদ্য খাও বেচারা পাঠক , বাঁচ বা বেঘোরে মর !!


কিছুই মাথাতে ঢোকে বা না ঢোকে
Tick মেরে দিই Like-এ ।
Product যা হোক্ , Like তো করি Icon টা Nike 'র !!!
(২)


যে মেয়েটি রাঁধে বাড়ে , চুলটা সেও বাঁধে
কাজের ফাঁকে বুকের উপর ফেশটা রেখে কাঁদে
ফেশবুকের প্রতিপাতা
দুঃখ-সুখের কথকতা
যোগাযোগে সদাই মুখর , নয়কো কভু ই মূক ;
মনের কথা বাইরে আনার মাধ্যম ফেশবুক ।।*
*ফেশ বুক এর বন্ধুদের সতর্ক করে এক বন্ধু একটা অনুরোধ পোস্ট করেছিল যে  কেউ যেন কোনো সেক্সুয়াল এলিমেন্ট ফেশ বুকে আপলোড না করে... অনুরোধটা খুবই প্রশংসনীয়
ফেশবুক টা কে আমি একটা সুন্দর বৈদ্যুতিন বাকবিনিময় মাধ্যম বলে মনে করি।


(৩)
" ও্ব্ব।ফাচে বুক ।চম "
মানে টা কি বলুন তো ?
কারেক্টলি এক দম !!
ঘাবড়ে গেলেন কিঁউ ?
তিন বার ডবলিউ
ফেশ বুক ডট কম !!!
" ও্ব্ব।ফাচে বুক ।চম "
বাংলা টা জল হলে ইংরেজী তেল
মেল বন্ধনে পাবে ওই রূপ মেল !!!*


*এই মজার ছড়াটা অনেকের বুঝতে একটু অসুবিধে হচ্ছে বলে মনে হচ্ছে। এক কাজ করুন , বাংলার অভ্র লিপি টা আপনার কম্প্যুটারে ডাউন লোড করে নিন ; তারপর ইংরেজিতে লিখুন WWW facebook .com বাংলায় লেখা হবে " ও্ব্ব।ফাচে বুক ।চম " বলতে চাইছি তেল জল --বাংলা-ইংরেজি- আদা-কাঁচ কলা মেশালে ও রকম বকচ্ছপ জাতীয় কিছু একটা হয়...।