(১)
শিখা রায়ের জন্মদিনে---


বয়সটা দাঁড় বায় --
চলেছে সে কার নায় ,
কার পাণে দ্রুত এতো
তরীখানি বেয়ে যায় ?


বয়স সময় খায় !
প্রতিদিন কোথা ধায় ?
কখন যে বেলা যায়
ভেবেছো কি শিখা রায় ?


একবার পিছু দ্যাখো
কত কিছু ফেলে এলে--
সামনের পথে হাঁটো
পা-টা ফেলে চোখ মেলে !


ভালো থেকো , ভালো খেয়ো ,
ভালো সব ভেবে নিও ,
জীবনের পুকুরেতে
যত হোক জল কালো--
ডুব দিয়ে মাছরাঙা
ভোজ্যটি খুঁজে নিও ।।
আজকের দিনের বিশেষ শুভেচ্ছা সহ


বান্ধবী ও বন্ধুপতি


(২)


শিখাকে--


তুমি ফুল ভালোবাসো তাই
গোলাপ পুঁতেছ বাগানে--
বারান্দায় আসে বুলবুল ,
তাই রাখ আঙুর ও জাম ঐখানে ।।
মার্জার পশ্চাতে ধায় ,
সারমেয় চেটে যায় হাত ,
কোথা থেকে পাও ভালোবাসা ,
এতো স্নেহ এতো প্রেম জীবে ?
হাতে থাকে সেবার প্রদীপ,
কাটাও তো কত জানি রাত
সে শিখাটি রেখো জ্বেলে সদা ,
দিওনাকো কভূ যেতে নিভে ।।


লালিয়া ও পিনাকী


(৩)
আজ ১৭ই মে আমাদের সায়ন্তনের (বুবাই'র ) শুভ জন্মদিন ---


চির আদরের বুবাই ,


আজ ধরণীর আলো দেখেছিলে , জননীর মুখে হাসি
সেদিন ছড়ালে ক্ষুদ্র দু-হাতে শুভ্র পুষ্প রাশি !!
জীবনে তো কত এল আর গেল সাত -সতেরোর সংখ্যা !!
আজকে বিশেষ সপ্তদশের তারিখ বাজায় ডঙ্কা--
ক্যালেন্ডারের তারিখটা আজ রক্ত বর্ণে লিখা ।
দূর হতে তাই , শুভ দিনটিতে পরালাম ভালে টিকা ।।
দূরে আছ , তবু পড়ে আছে হোথা আমাদের প্রাণ-মন
ভালো থেকো সবে সুখী সংসারে সদাই , সায়ন্তন ।।


আশীর্বাদ নিও--
মা-বাবা ।