এসেছে কঠিন এক
                        ব্যধি- Alzheimer's !
নাকাল সকল গৃহে --হাসপাতালেতে নার্স !!


প্রাতরাশে কী আহার করিলাম সদ্য
কেমনে তোমারে কই ,
চিঁড়ে-দই --নাকি খই ,
দুগ্ধ ভাবিয়া মনে খাই নি তো মদ্য ?
কী যে নিই মেডিসিন
তিনবেলা প্রতিদিন ,
মনে যদি থাকতো তা , তা-হ'লে কি এখানে
পড়ে থাকি এতোদিন ?
মেডিক্লেম হয় ক্ষীণ--
হাসপাতালের বিল ওঠে দ্রুত সোপানে !!
ভুলে যাই কত বার হোলো প্রাতঃকৃত্য ,
প্রফুল্ল কেন আজ অকারণে চিত্ত ?
ভুলে যাই কি পড়েছি পদ্য না গদ্য ,
মনে পড়ে , চোখ মুদি ব্যাকরণ কৌমুদী--
দ্বি-বচনে নদ্যৌ , বহু হলে নদ্যঃ ?
ভুলে যাই যাহা শুনি
যত গান এক্ষুনি
মনে হয় সব কিছু হারানো গানের সুর
সব সুখ সব ব্যথা
ঘটে যাওয়া কত কথা
মনে হয় ফেলে আসা স্মৃতিপথ কত দূর !!


ভারি অদ্ভুত এই লক্ষণ রোগটার
কখন কী ভুলে যাবো--সে কথা যে বোঝা ভার ।
মনে যা করতে চাই ,
আসবেনা কিছুতেই
পড়বে সকলি মনে প্রযোজন ফুরোলেই !
ভিড় করে এক ঝাঁকে
কোথায় যে তারা থাকে
ডায়লগে মনোলগ , থাকেনা কথার খেই ।।
যত সব আজে বাজে ,
লাগে না যা ঠিক কাজে
চিন্তায় মাঝে তবু ভিড় করে আসা চাই !!


অতএব --আমি এবে জ্ঞাতার্থে বলে যাই --
দুঃখ কে যদি ভাবো জীবনেতে কভূ ' curse '
ঈশ্বরে ডাকো , দিক্
তাই -- 'ALZHEIMER'S ' !!