(১)
সংযুক্তা (জবার) জন্মদিনে


লাল জবা দিয়ে তারিখ লেখেনি ক্যালেন্ডারের পাতা
ভরায়নি কেহ লেখনী আঁচড়ে কোনো কবিতার খাতা
তবু তো কারুর ডায়েরি-পাতায় কিছু নাম লেখা থাকে ,
জুনের পনেরো তারিখ কি শুধু বসু'রা ই মনে রাখে ?
অর্বাচীন এক পিতৃতূল্য যায়নিকো জেনো ভুলি'
ফেশবুকে ওই আইকনটার ক্যানভাস-রং-তুলি !!


আমরা বৃদ্ধ , এখন চলেছি অস্তাচলের পথে ;
আশাবরীর আশার প্রদীপ জ্বেলো তোমাদের হাতে ।।
হীরক দ্যূতির মোহ দূরে রাখো, স্নিগ্ধা তুমি যে মুক্তা
শুভ জন্মের উজল দিনেতে আলো ঢালো সংযুক্তা ।।


(২)
ফেশবুকটার দয়ায় এখন জলের মতই সোজা
ক্যালেন্ডারের পাতায় সবার জন্মদিনটা খোঁজা !!


(৩)
কবিতা (কাজলের ) জন্মদিনে


ধরায় হলেন আবির্ভূতা
এই শুভ দিনে নগেন্দ্র-সূতা
অধিকার নিতে আকাশে বাতাসে
পৃথিবীর রূপে-রসে ।
সেই দিন থেকে জবরদস্তি
দূর করে দিয়ে যত অস্বস্তি
দিন গুজারণে ,ভাইদের মনে -
প্রাণে জুড়ে আছে ব'সে ।


এমনি করেই সদা সহর্ষে
থাকিস্ আলোর উজল স্পর্শে
কাজল সেজেই চোখে আমাদের
আদরের বোন হ'য়ে--।
আশিস জানাই আজ শুভ দিনে
ঈশ্বরে রাখ্ মতি মনে -প্রাণে ।
' কবিতা ' র কথা কবিতায় আজ
তোর কানে যাই ক'য়ে।।