আধ খোলা হাতে আলগা মুঠোয়
চিবুকটা আছে শুয়ে ,
জানালার ধারে হয়তো বা আছে
কবিতার খাতা খোলা ,
সুকান্ত চোখে আলো দিগন্তে
নীল যেন গেছে ছুঁয়ে-
প্রতিকৃতির স্নিগ্ধ মহিমা
যায় কি কখনো ভোলা ?


তুমি নেই , তবু কবিতা রয়েছে ,
কঠোর গদ্যে যত রাখো অনুরাগ ,
যতই দ্যাখো না চাঁদে পোড়া রুটি ,
কবিতায় প্রেম ,হৃদয়ে তোমার,
ছিল খাঁটি শতভাগ ।


দুঃসহ ছিল বয়স আঠারো ,
' ঘুম নেই ' তাই চোখে ।
দেখেছো যখন মরেছে মানুষ
দু-মুঠো ভাতের শোকে ।
হিসেবের খাতা যখন ই তুলে
নিয়েছিলে তুমি হাতে
দেখেছো লিখিত-' রক্ত খরচ ' ,
কেবল ই রয়েছে তাতে ।


তাই অভিমান , হৃদয়ের ব্যথা
কবিতার প্রতি ছত্রে
একুশে ই নিলে বিদায় , হে কবি ,
পৃথিবীর ' ছাড়পত্রে '।।


হে মহা জীবন ,তবু মনে হয়
দেখে যা গেলে না তুমি !
বাসযোগ্যতা এখনো শিশুর
হয়নি জন্মভুমি !