অতি অসময়ে হিরণ্ময় আমাদের ছেড়ে চলে গেল।
তার স্মৃতি টুকু মনে চিরদিন রয়ে যাবে ।।


ও হে হিরন্ময় !!
এমন কী জীর্ণ হোল বাসাংসি তোমার
অকারণে প্রয়োজন হোল বিনিময় ?
সঠিক মূল্যটা দেবে কভু কি ঈশ্বর--
অপুরণ থেকে যাবে বৃথা অপচয় !!


হিসাব রাখোনি বুঝি সংসৃত বাজারে
বিকোচ্ছে কত দামে অস্থি চর্ম মাস
হৃদয়ের কত ভাও , অজানা বুঝিবা তাও
তাই বুঝি ছেড়ে গেলে এই পরবাস ?


বড় ভুল ক'রে গেলে পার্থিব শরীর
ত্যাগ ক'রে । চলে গেলে বড় অসময় ।
একদিন জানি হ'ত সব কিছু ক্ষয় !
তবু ও কিসের তাড়া এতো , হিরণ্ময় ?


মন যে মানেনা ,আজ ব্যথা বুকে নিয়ে
সংসারে নিয়ম যা ,তা মেনে নিতে হয় !!