এই আছি বেশ ,
অলিন্দের স্বল্প পরিণাহে
সীমিত আকাশ দেখি--
পাঁচতলা বাড়িটায় ঢাকা-পড়া দিকচক্রবাল
পথের হয়েছে যেথা শেষ !


কবুতর-কাক-চরা প্রতিবেশী ছাদে
মধ্যাহ্ন ভোজনে মাতে মহা-উৎসাহে
নিশ্চিন্ত খেচর নির্বিবাদে ।।
ওদের শরীরে নাই
উনপঞ্চাশ বাযুর প্রকোপ ,
বিনা কায়ক্লেশে পেয়ে যায় ভোজ্য প্রয়োজন ।
চিন্তামণি চিনিটা যোগায় ।


ওদের তো থাকেনা --পৌত্রী
বিচ্ছিন্ন প্রবাসে !!
অনুলেহ স্নেহ-ধারা ব'য়না তো স্রোতস্বিনী চোখে ;
বিচ্ছেদের মেঘদুত যায়নাতো ব'য়ে নিয়ে
অলৌকিক অ-লেখা সন্দেশ !!


এ কথা বলতে পারো --
আমাদের জীবন-যাপনে আছে
প্রাত্যহিক সুখের সম্ভার --
কিন্তু বলো ,
সৌমনস্য আনন্দ কি আছে নিরুদ্বেগ ?
আমাদের অঙ্গ আছে কর্মক্ষম ,
কিন্তু ডানা নাই ;
'ইচ্ছার ' বর্মি বাক্সটাতে আছে মানা
দুরের যা কিছু সব
আপনার কাছে টেনে আনা !!
এই আছি বেশ , তাই !!
বারো বাই বারো চতুস্কোণে
অলস মস্তিস্ক বোনে
অনুক্ষণ
লূতাতন্তুসম অন্তর্জাল ;
অনিয়ত নিশান্তিকা
সচিত্র বার্তা ব'য়ে আনে
শব্দ-দৃশ্য পরিবাহী
বৈদ্যুতিন আধুনিক ফোন ।।