ন্যুব্জ স্মৃতি লুপ্তপ্রায় ,
প্রক্ষালিত তর্জনীতে
যত্নে আঁকা নখরঞ্জনীর
উত্তমর্ণ সেই অহংকার ।


সমাপ্ত হ'য়েছে নির্বাচন !


অতএব , হে ভোটার !
অন্তর্হিত হোক্ তবে
তোমার সে অসার গর্জ্জন ,
কথাটি ক'য়ো না বেশী !
নাসিকা প্রবেশ সবখানে
নিজহিতে করহ বর্জন !
বুঝিবেন ভালো মন্দ নেতা যাহা চান
বিধি নয় , আজ থেকে বিধায়ক
দেবেন বিধান ।


তোমার যা ছিল ঔষ্ঠে
এখন তা বৃদ্ধাঙ্গুষ্ঠে হয়েছে সঞ্চিত --
তাহাই পরমচোষ্য জেনো !
নেতার শ্রীমুখ থেকে হবে যা নিঃসৃত
বেদবাক্য ব'লে সেটা মেনো ।


তুলে রাখ' আপাততঃ
বুকসেলফ টার কোণে
আম্বেদকর কৃত অথর্ব বেদ !
ঝরাইতে কপালের স্বেদ
শুধু শুধু অকারণ ,
এ বয়সে পড়াশুনা
কিবা প্রয়োজন ?
সুখে আছে প্রজা সব ,
তবু যদি শোনো কলরব
কর্ণে তবে রাখহ কার্পাশ !!


অনেক ধকল গেছে ; ভোটের প্রচারে
খরচ ও হয়ে গেছে পয়সা অঢেল ;
কাটাইতে দাও তাই নিশ্চিন্ত নিদ্রায়
তৈল দিয়ে নাসিকায়
বেশ ক'টা মাস !!!