আজ এই কাক-ভোরে জানালার ধারে
শিমুল তুলোর মত রোদের শাবকগুলি
গ্রীলের ছায়ার সাথে লুকোচুরি খেলে ।
মাথার উচ্চিংড়ে গুলো করোটির বাসা ছেড়ে
মনের বাগানে লাফায় ,ওড়ে পাখা মেলে ।


নেসলের ফ্রিতে পাওয়া নেসকাফে-লাল কাপে
ধোঁওয়া ওঠা রোস্টেড গুডরিক চা ,
স্টিলের কৌটোয় রাখা ফ্রি-সুগার বিস্কফার্ম মারী
সকালের চিন্তায় হোক্ না তা যত দরকারি--
ঐ কালো পাখিটার সকালের ' কা '
না শুনে যে ,সুর্যের বেলাও বাড়ে না !!


যতক্ষণ রোদগুলি খেলা করে বাসি বিছানায়
না হয় ,  না-পড়া থাক খেলার পাতায়
মেসির খবরখানা কিংবা ব্রিটেনের
রাজনীতি । খূনোখুনি খবর দেশের ।

তার চেয়ে , দেখে নিই কিচেনেতে
গৃহিণীর পদ্মহাতে আজকে আমিষ
নাকি বিউলির ডাল কচুশাক !!


নিজের মনের কোণে মনকে পুষেছি ব'লে
নরেন্দ্র মোদীজী নয় কিংবা নয় ওবামা বারাক
আজকে মস্তিস্ক নয় , মনের খোরাক
সকালে যুগিয়ে দিল ঐ কালো কাক ।।