তোমার দু-চোখ সাঁটা টি ভি সিরিয়ালে ।
হাড় বজ্জাত ঐ শাশুড়ির নির্যাতনে
পিঠ যার ঠেকেছে দেওয়ালে--
আহা ! সেই বধূটির বহমান অশ্রুর বন্যায়
তোমার নরম প্রাণের সূক্ষ্ম তন্তু প্রায় ছিঁড়ে যায় !!
তোমার চোখেতে জল...
এবং আমার
দেখে শুনে খালি মনে হয়
বিচার- বুদ্ধির সব হ'ল অবক্ষয় !!
কিঞ্চিৎ শিরেতে যৎ কেশ এখন ও হয়নি নিঃশেষ
সবগুলি --মুঠো মুঠো ছিঁড়ে ফেলি ,
চানক্য যেমন বংশ ধ্বংস ক'রেছিল
পায়ে বিঁধেছিলো ব'লে কুশ
আমি ও তেমনি চাই
অনিঃশেষ সিরিয়াল হ'তে নিরঙ্কুশ !!


রেগে মেগে তুমি বল ,
'' মাথার কে দিব্যি দিল
এনিম্যাল ফুটবল দেখবার তরে
যাও না কো ওই ছোটঘরে ।
আরো একখানা টি ভি আছে তো সেখানে !
বুঝি না কি , গুল-গল্পের টানে
বসে আছো এই খানে
ফুট কাটো শুধু শুধু কেন মাঝখানে ?
তোমার ব্যাপারখানা আমি কি বুঝিনে ? "


" একথা স্বীকার করি , এক ঘরে থাকি
( হ'তে চায় কে বা 'এক-ঘরে '--ওইটা ই বাকি !!)
তা-ছাড়া এখানে আছে টি ভি আর এ সি
কেন আর অনর্থক বিদ্যুতের বিল ভ'রি বেশী ?
সামান্য এই কথা তুমি বোঝোনা কি ?
তোমার পাশেতে বসে
উপরোধে তাই গিলি ঢেঁকি !!


না হ'লে কি অকারণে সাধ বলো কার
' এসো মা লক্ষ্মী ' ব'লে
পার হই এ ভব- সংসার ??