আচ্ছা , আপনি কি বাঙালি ?
Really ?
তা হ'লে তো Poem লেখেন ?
বা অন্ততঃ কবিতা পড়েন ?
বুদ্ধদেব অচিন্ত্য প্রেমেন
অথবা সমর সেন ?
যদি না করেন রাগ , বলি এক কথা
নাই যদি লাগে ভালো ,কেন যে অযথা
করেন সময় নষ্ট;
বলেন না কেন স্পস্ট--
' বুঝতে পারিনা বাপু ,
তোমাদের আধুনিক এ সব কবিতা ?
কে কোথায় কেন লেখে এ কেমন কথা--
জানিনা তা --,
-----কল্লোলিনী তিলোত্তমা নাকি হবে
একদিন এই কোলকাতা ?
কি সব লিখেছে ছাই,
সব কি আর বুঝি ভাই ?
সবাই তো ভালো বলে , বলে তো-- ' দারুন '
এক বর্ণ বুঝিনা বাপু , বকুন মারুন--
-----মহীনের ঘোড়াগুলি কেন যে কোথায় চরে
ঘাস খেতে কেন যায়
অতিকায় ডাইনামোর পরে
আমার নিরেট মাথা এতই কি বুদ্ধি কিছু ধরে ?


সুধীন দত্ত কিংবা বিষ্ণু দে আপনি বোঝেন?
অলোক রঞ্জন কিংবা সুভাষ , নীরেন ?
আমার তো মনে হয় ,তবু বোঝা যায়
বিনয় , তূষার কিংবা তারাপদ রায় ।


বলে রাখি আগে ভাগে ,
শক্তিকেও শক্ত লাগে ;
-----অবনী বাড়িতে ছিল ?
" কিবা তাতে এলো গেলো ? "
সে রাতে দুয়ারে কেউ কেন দিলো খিল ?


আর ,এতই কি সহজ শঙ্খ অথবা সুনীল ?
----কলকাতা কেন দুঃখে থাকে ,হলই বা নীরার অসুখ ?
কিংবা...
-----এমন কি খুঁজে পেল সৌন্দর্য অধিক
যেই চোখে পড়ে গেল বাংলার মুখ ?
অথবা...।
-----কি করে বুঝলেন--
ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত সেদিন ?
I mean ,
কি এমন দেখলেন আইবুড়ো মেয়েটার
গায়ে এক প্রজাপতি বসল যেদিন ?


আপনি তো বাঙালি ,
আচ্ছা , বলুন খালি
---পাখির নীড়ের মত চোখ তুলে কেউ যদি
কোন দিন আপনাকে প্রশ্ন করে,
এতদিন কোথায় ছিলেন ?
আপনি কি বলবেন --
" সেই থেকে নাটোরেই "
হয় যদি , সে মেয়েটি বনলতা সেন ?