অমরেরা বলে , মৃত্যু ভয়ঙ্কর !!
ভূক্তভোগীরা বলে তা ও সহনীয় ।
মৃত্যু কি কভু কাঙ্খিত হতে পারে ?
তবু ও মৃত্যু ,তুমি বড় লোভনীয় ।।


অনেক তো হ'ল , জীবনের সৈকতে
মৃত্যু , তোমার চরণের ধ্বনি শোনা ।
  সাগরের বুকে ঠাঁই ছিল তবু ভালো ,
যত হোক তার অশ্রু অপেয় লোনা !


তুমি তো মৃত্যু দয়িতের মতো কানে
ক'য়ে যাও কিছু জীবনের শেষ কথা ;
তুমি তো মৃত্যু , ব্যথা নিয়ে যাও শুধু ,
তুমি তো মৃত্যু দিয়ে যাও নীরবতা ।
তবুও তোমার স্পর্শ শীতল হাতে
চোখে ঘুম আনে গভীর আঁধার রাতে ।
তুমি তো এঁকেছো অরূপের কিছু রূপ
নৈঃশব্দ্যের আসরে গেয়েছো সঙ্গীত নিশ্চুপ ।।