দ্যাখো দ্যাখো ঐ ঐরাবত--
অম্বরের রাজার কুঞ্জর !!
আর দ্যাখো , শ্যামের শ্যামলী ধেনু ঐখানে ;
ঈশানের ঐ কোণে বিষাণ দুলিয়ে
দ্যাখো , কৃতান্তের বাহন গুলি
দল বেঁধে চলেছে মিছিলে ।


নন্দন কাননে
আজ বুঝি উহাদের প্রবেশ নিষেধ ?
কে যে দিল ওদের এ গভীর আশ্বাস--
পৃথিবীতে প্রতীচীর মাঠে
পাওয়া যাবে
তৈলস্রাবী সবুজ নরম শিশু ঘাস ;
কে ওদের শুনিয়েছে গান--
প্রকৃতি ওখানে নাকি আজ অফুরাণ !!


তোমার কি মনে আছে , স্মরনিকা !
ওই মাঠে
এই তো দু-দিন আগে
রাত সম্ভব কাব্য লিখেছিল
মাটির প্রলেপ মেখে রাখালী আকাশ ?
লজ্জানতা গোধূলির মুখ খানি তুলে ধ'রে
এঁকেছিল মিলন চুম্বন --
তোমার কি মনে আছে ?


আজ এই বিষণ্ণ বেলায়
যখন এ নবঘনে ছায়াবৃতা আষাঢ়ের আলো ,
কলসী কাঁখেতে নিয়ে
ফসলেতে জল ঢালে যে মেয়েটি-
  লাজে আজ কোথায় লূকোলো ?


আমার মনের ভ্রান্তি দূর ক'রে
শান্তি এনে দিল
সেই মেয়ে...
ঘোমটা আড়ালে
কাঁকনে ঝিলিক এনে
পিত্তল পাত্রটি ভ'রে তৃষ্ণার জল নিয়ে এল !!