বর্ষায়
দরজারা
জানালার পাল্লারা
বন্ধ হয় না সহজে--
প্রতিদিন দু-সুতো বেড়ে যায় ।
বৃষ্টির ছাঁট এলে ঘর ভিজে যায় ।।


বোঝা গেলো ,
কাষ্ঠের ও বৃদ্ধি আছে ;
বৃষ্টির শব্দ শোনে-অদৃশ্য এমন এক শ্রুতি ;
গন্ধ শোঁকে এমন নাসিকা এক কিংবা অনুভুতি !!


তা-হলে , কি হোল না প্রমাণ--
গাছেদের মত কাঠের ও ভেতরে আছে প্রাণ ?


অনেক করেছি গবেষণা
পেলাম না-- কিছুই ঠিকানা --কিছুই হদিস্ !
ইস্ !!
বেঁচে যদি থাকতেন জগদীশ বোস !
সদুত্তরে পাইতাম চিত্তে পরিতোষ ।।