আমার এখন পাহাড়ের মত খিদে !
ভালোবাসা মাপি আকাশটা দিয়ে যদি
অরণ্য দিয়ে মাপবো তবে কি বাঁচা ?
কান্না মাপার একক তবে কি নদী ?


সুখ কি মাপবো সূর্যের আলো দিয়ে ;
আষাঢ়ের মেঘে বিষণ্ণ দিনগুলি ?
কৃষ্ণচূড়ার রুধিরেতে শ্বেতকণা
সংখ্যাটা জানে প্রকৃতির রং-তুলি !!


যদি কাটে রাত বিনিদ্র চিন্তায়
জীবনের মানে তাহ'লে কি জানা যায় ?
পাহাড়ের মতো ক্ষিধে আজো যার পেটে
অরণ্যে-বাঁচা বেঁচে যেতে সে ও চায় ।


কয়েক শ' নদী কান্না থাকুক চোখে,
ভালোবাসা যদি এক আকাশ পেয়ে যাই
কয়েক পাহাড় থাকুক না খিদে বুকে
এক অরণ্য বেঁচে নেবো সহজেই ।।