একান্তই হ'তে যদি হয় গড্ডালিকা
তবে থেকো পালের ভিতরে ,
যদি হ'তে হয় মাছ তবে থেকো জলের গভীরে ,
ফল যদি হতে হয় , থেকো মগডালে
সহজেই তারা আসে হাতের মুঠোয় ,
যারা থাকে হাতের নাগালে ।
বন্দুকের গুলি খায় , দ্যাখো ,পদাতিক
সামনের সারিতেই --এ কথা তো ঠিক !!
যদিও , তোমার তো হাতে নেই থাকা না থাকার --
কারণ ,হাতে আছে কলকাঠি
আছেন উপরে যিনি সকলি তাঁহার !!
আছেন অদৃশ্যে তবু ঘোরাচ্ছেন ছড়ি
তুমি তো চরছো মাঠে , হাতে তাঁর দড়ি ;
তুমি ঘুড়ি , হাতে তাঁর ধরা যে লাটাই
ভেবেছো আকাশ ছোঁবে --সে ক্ষমতা নাই !!
তবু দ্যাখো ব'লে ক'য়ে যতখানি পারো
গা-বাঁচিয়ে সকলের-- এমন কি , তাঁর ও !
কেন না , বাঘে একবার ছুঁলে অষ্টাদশ ক্ষত !
ঈশ্বরের ছোঁওয়া কিন্তু অঙ্কুশের মতো
ক্ষতের উপরে খোঁচা চলে অবিরত !
যতই দাওনা কেন দাওয়াই মলম
হবে নাকো কোনদিন ব্যথা উপশম !!