সখের বাগানে ও টা কি ফুল ফুটেছে ?
---' স্থলপদ্ম ' -- নাম ওর সকলের ঠোঁটে।
তাহ'লে তো ওর নাম ' হাসিফুল ' রাখো ।
পদ্ম কেন ? কেন শতদল ?
স্থলে ও কি পদ্ম ফোটে ?
নামটা তো গা-জোয়ারি দেওয়া--
কমলের তুলনা তো কেবল কমল !!


পদ্ম , জানি জলে ফোটে--সরোবরে
যেখানে হাঁসেরা চরে
এবং শালুক ও --যিনি কুমুদিনী --
আমি কিন্তু সরোবরে কমল দেখিনি ।
বরং রেল লাইনের ধারে, নয়নজুলিতে
যেখানে গাঁয়ের মেয়েরা
কোমর ডুবিয়ে জলে
ভিজে ডুরে গামছা জড়িয়ে বুকে
পানিফল তোলে হাসিমুখে
চট পট ভরে ফেলে কোঁচড়ে বা চটের ঝুলিতে ।


ট্রেনের জানালা থেকে তাদেরকে দেখে
এক একটা পদ্ম লাগে চোখে !!


পদ্মের চাহিদা অনেক
শহরের বাজারগুলোতে ।
--তাই , আছে অনেক ব্যাপারী
দুর্গা লক্ষ্মী সকলের ই না হলেই নয় !!
তাই ঐ কালো ধলো গেঁয়ো মেয়ে গুলি
পদ্ম আর পানিফল তোলে
মাথায় ভাতের কথা ; --সব কিছু ভুলে
সাপ খোপ মৃণালের খোঁচা;
আরে চাচা !
আগে প্রাণ বাঁচা !!
তোয়াক্কা করেনা তারা কোন ও হ্যাপার ই !!