বৃষ্টি পড়ে ।
সারাদিন ব'সে ব'সে ঘরে
শিরে রক্ত চড়ে ;
তুচ্ছ এক পেয়ালার তরে
কাঁহাতক চাতকের মত
ব'সে রই হা-পিত্যেস ক'রে !!


তা-ছাড়া , বাহিরে
এমনি বরষা যবে ঝরে ;
ঘনঘোর মেঘলার দিনে
পাপ হবে অণৃত ভাষণে---
চায়েতে কী আজ মন ভরে ?


হাতছানি দেয় মধুশালা--
স্ফীতোদর বৃদ্ধ মুণি সেথা
জ্বালাইয়া ধুনি ,
অর্ধ নিমীলিত ঢূলু ঢুলু চক্ষু দুটি তুলে
মেপে নেয় মদিরার লাল সীমারেখা ।
মনে ভাবি , স্বর্গে আছি একা ;
সঙ্গিনী নেই ধারে কাছে ,
মুক্ত আমি , কে বা দেয় ঠেকা !!


করস্পর্শ করি' মোর শিরে
বৃদ্ধ ঋষি ফিস ফিস ক'রে
কহিলেন---" কি রে ?
এতোদিন দেখিনি কেন রে ?
কোথা গিয়েছিলি ? ধরেছে কি লিভারে পচন ?
এই সুধাপাত্র নাও---কর আস্বাদন
এক্ষুনি চাঙ্গা হ'বে দ্যাখো প্রাণ মন ।"


করিয়া শ্রবণ সেই মধুর বচন
মনে হ'ল ,
অম্বরের পাত্রখানি জলদে স্ফটিক পূর্ণ ক'রে
ঊর্বশী তুলে ধরে বুঝি
দেবরাজ ইন্দ্রের বিশুষ্ক অধরে ;
মনে হ'ল ,কোন ভাগ্যবলে--
যেন কতকাল পরে
প্রাণ এলো ধড়ে ।।
মনে হ'ল ,
যেন আজ দু-দন্ডের শান্তি প্রাণে করিলেন দান --
সুজাতার পরমান্নে সিদ্ধার্থের যেমতি নির্বাণ !!


* * * * * * * * * * * * * * * * * * * *
বিধিবদ্ধ সতর্কীকরণ !!
শুনুন শুনুন এবে সর্ব সাধারণ ।
মদ কিন্তু ভারি বদ ,শরীর কে করে বরবাদ
এবং ,
প্রকাশ্যে মদ্যপান ঘোর অপরাধ ।