ওই যে হোথায় গুরগাঁও তে
পুঁচকী বুড়ি থাকে
তার নাকি প্রায় সিজিন চেঞ্জের
সর্দি সদাই নাকে ।
ফোকলা মুখের আলের মাটি
ইঁদুর দিলো খুঁড়ে
ভুঁই চাপা দাঁত মুখ দেখালো
দশন-মাড়ি ফুঁড়ে ।
দাঁত উঠেছে শসার বিচি
কুমুদ দন্তরুচি
কিঞ্চিদপি যদ্ বদসি
হাস্য পাবে শুচি ।
মা-বাপ বলে , মেয়ে আমার
কিছুই খেতে চায়না
লেগেই আছে প্রতিদিনের
নিত্যি নতুন বায়না ।
বিল্লি বুড়ি রোজ হাঁটছে
হাত হয়েছে লাঠি ;
টল মলো পা দুটিতে
চলন পরিপাটি ।
বলন টি তার শুনতে হ'লে
যাও চ'লে গুরগাঁও
রাজধানীর এক টিকিট কেটে
একদিনে পৌঁছাও ।।