সব কুক্কুরী ই সুন্দরী কৈশোরে
কুড়ি পেরুলেই ফুলকুঁড়ি সব ' কুড়ি '
টেনে টুনে ধরো , চল্লিশ বড় জোর
তার পরেতেই ধ'রে নাও সব বুড়ি ।
ছন্দ মেলাতে শ্লেষ যমকের লোভে
পাঞ্জাবী 'কুড়ি ' যদিও নেমেছে মাঠে
সব প্রদেশের সব মেয়েদের ও বটে ,
রুপ-বিচারের বেলায় কথাটা খাটে !
ক'টা আর পাবে 'অব্যাজ-মনোহর '
আজকের 'বপু ' কাল হবে স্ফীতোদরা
যতই মাখোনা ও'লে লোরিএল মুখে
আজকের ভিজে বদনে কালকে খরা ।
কুঁচকানো স্কিন যতই পালিশ করো
বিদেশি সাবানে ছাল তুলে ঘ'সে ঘ'সে;
পক্বতা এসে বাঁধলে বাসাটা কেশে,
বাঁধানো দশনে বয়স লুকোবে হেসে ?


তাই বলি মেয়ে , রূপের গরবে হয়োনাক' গরবিনী
হাসছে উপরে , গুনছে সময় ঘড়ি ধরে ব'সে তিনি !!


রূপের বহর থাকবেনা সে সময়
দেখবেনা কেউ পথে তোর দিকে চেয়ে
রূপ -রং-রস চিরদিন কারো রয় ?
দ্যাখো বয়সটা আসতেছে দ্রুত ধেয়ে ।
রূপের কদর করবেনা কেঊ আর
শুনবে না আর পিছু পিছু ঘোরা ওই স্তাবকের স্বর ।
বেশিদিন নেই , সে দিন ভয়ংকর
দেখবে কেবল ঘরে পোষা ঐ চাটুকর বুড়ো বর ।