বড় দুঃখে শয়ন কক্ষে দোর দিয়েছেন দারা । স্বামি হয়েছেন ব্যর্থ রাতের বৃথাই কড়া নাড়ায় । হ'লেন ভারি ক্রুদ্ধ । হয়েছেন তিনি ঋষি দুর্বাসা , নন আজ ধ্যানী বুদ্ধ । তাঁর ও শরীরে গরম রক্ত ! শত হোক্ , তিনি পুরুষ তো ! সময় বিশেষে কখনো সখনো হইতে জানেন রুষ্ট !! কর্তা বলেন , আর শুনিব না ছল ভরা মিছা ক্রন্দন । হরতাল হোক্ অন্নজলের ;বন্ধ ই হোক্ রন্ধন । শয়নকক্ষে না হ'লে শয়ন , সোফাতে রাত্রি করিব যাপন , না করিব আর মানভঞ্জন--করিলেন তিনি পণ !!
ভাবিলেন মেলা । এই যে প্রমীলা প্রতীপদর্শিনী , সব দিক দিয়ে কলত্র এই , সর্বত্রই বিরুদ্ধচারিনী ; আজথেকে আর দেওয়া যায় না তো ' সহধর্মিনী 'র -আখ্যা ; প্রাণ-সঙ্গিনী বলার মতো সঙ্গত কোনো ব্যাখ্যা । স্বামি যদি থাকে উত্তরে ,ভার্যা ভিন্নবাসিনী । স্বামি উৎসাহী কোনো বিষয়েতে ,ভার্যাটি উদাসিনী । শ্রবণ দর্শণ কিংবা প্রমোদ-ভ্রমণ- কিছুতে হোল'না 'ইতি ' শ্রীমতীর সে মানভঞ্জন । উনি নাকি দেখেছেন , কেবল দুর্যোগ । ওনার সখিরা নাকি করেছেন , জীবনকে কত উপভোগ !! দিবস রজনী এতই গঞ্জনা ; স্বামিটির সহেনা যাতনা ; তাই , প্রতিজ্ঞা ভীষ্মের-- আজকেই করিবেন এসপার উসপার, প্রতিজ্ঞার হবেনাকো কোনো হেরফের ।।