বোম্বে সেদিন নদী সেজেছিল ,
ফিরছি ট্যাক্সি-নৌকায় --
বাস লরি সব পান্ সী সেজেছে ,
ভাসছে জলের রাস্তায় ।
অফিস কাছারি ছুটি পেয়ে গেছে;
স্কুলগুলো এই মওকায় ;
আপন শহরে ফিরে যেতে মন
কার বলো আর নাহি চায় !
পঞ্জিকা মতে সেদিনটা হবে --
শ্রাবন কিংবা ভাদ্র ;
বোম্বের হাল এ হেন যখন
বাংলার ও ছিল আর্দ্র্ ।
ট্যাক্সিতে ব'সে খবরটা এল --
জননী হয়েছে সোহিনী !!
আর্দ্র্ দিনের আদৃতা মেয়ে !!
দিনটা কখনো ভুলিনি ।


তোর দিদিভাই , জন্ম জুলাই
দাদুর ও জন্ম এ মাসেই ;
একটা তো খেই তাই রয়েছে ই
উৎসবটার শুরুতেই ।
আজকের দিন বই খাতা গুলো
সব তুলে রাখ্ তাকে ।
রেস্তোঁরা যা , প্রাণ খুলে গা
নেচে নে না এই ফাঁকে !!
আজকে যা খুশি করতে পারিস্
আছে যাহা তোর সাধ !
কাকু-দাদু আর মাসি-দিদা
আজ জানায় আশির্বাদ !!


সাতাশে জুলাই ,বারোটা সাতাশ এ এম।।