দুপুরের রোদে ওড়া এক ঝাঁক পায়রার মত
এক ঝাঁক ফুরফুরে উজ্জ্বল মেয়ে
সুচরিতা ম্যাডামের ক্লাশ ফাঁকি দিয়ে
সাউথ সিটির মলে
দলে দলে
ভ্রূভঙ্গি আকাশে তুলে --মোবাইলে
সেলফির ফ্রেমে বেঁধে রাখছিল
অপসৃয়মান বয়সের ফুলন্ত চঞ্চলতা ।
সামুদ্রিক হাওয়ায় ঝাউবনে শীর্নকায়া তরুর মতন
ডায়েটিং বিলাসিনী স্বল্পাহারী ওই সব মেয়েগুলি
এ ওর গায়ে পড়ছিল
ঢ'লে ঢ'লে ।


ওরা কেন এতো হাসছিল ?
হাসিতে ফেটে পড়ছিল অকারণ --
বসন্তের শেষে ফেটে পড়া শিমূলের ফলের মতন
কিংবা , আকাশের নীলে ভেসে যাওয়া কাদম্বিনী শরতের ।
কান পেতে যদি শোনো,
ওদের কথোপকথনে যেন ভাষা ছিল'নাকো কোনো ,
খুঁজে পাবেনাকো কোনো মানে কোনো অভিধানে ।
নাকি , ভাষা টা ওদের গোপন চর্যাপদ
অথবা ইন্দোইউরোপীয় কোনো অত্যন্ত আদিম
যা কিনা , আমাদের মত সত্তরের বুড়োদের কানে
নিতান্তই ছিল কলরব !
ওদের চরণে , আচরণে , শরীরের স্বল্প আভরণে
কিংবা ধরো ,কথোপকথনে প্রগল্ভতা ছিল বিদ্যমান ;


তবু যেন মনে হ'ল, মল আলো-করা
আগুনের শিখা --ওই সব উচ্ছল কলেজ বালিকা
এ সি 'র থেকে ও বেশী কুল !!
বে-পরোয়া ওই সব মেয়েদের
হাতে ছিল রক্ত মাখা শীতল আয়ূধ
লাল লাল কলিজার হরতনী ফুল !!