প্রভাতে প্রভা আত্রে এবং গুগ্ গল একটু রাত্রে ,
কাজরী ঢালেন শুভা মুদ্গল সুরের সুরাপাত্রে।
বিশ্রাম নিন মান্না শ্যামল , আজ ধ্রুপদী খালি !
আকাশে আজ দিচ্ছে উঁকি রাকা সে এক ফালি ।
শ্রাবনের এক পূর্ণিমাতে সেই যে এসেছিল --
তারপরে তো মেঘের বনে কোথা যে হারালো !!
'যব সে শ্যাম সিধার' হলেন সেই সে তখন থেকে
'তরস্ গয়ে নয়ন মোরা' কালো আকাশ দেখে
'কৌন গলি তে গয়ো যে শ্যাম " খামাজে খোঁজেন আত্রে
সকালে রোজ ভৈঁরো শুনি মালকোষটা রাত্রে ।।