কবিতা আমার ছোট বোনটার নাম ।
কবিতা আমার 'ঐ-সে-মেয়েটা ' নয় ;
কিছু শব্দের ব্যবহার বাজে কানে
কবিতায় আজ , তাই , সঙ্কোচ হয় ।


ঐ কথা গুলি না-লিখলে ছিলো ভালো
অনভ্যাসে বাধো বাধো লাগে বড় ;
তোমাদের ও চোখে হয়তো খট্ কা লাগে
সবার সামনে যখন সে লেখা পড় ।


খিস্তি খেউড় পাড়ায় মানায় ভালো ;
সাদায় কালোয় একটু শ্লীলতা থাক্ ।
অনেক শব্দ আছে জানি অভিধানে
চাই না কবিতা তাদের নাগাল পাক্ ?


সবার শরীরে গোপন অঙ্গ আছে
তা হ'লে যতনে বসনেতে ঢাকো কেন ?
তোমার কিভাবে পৃথিবীতে আসা
সকলে যেমন জানে , তুমি ও তেমনি
ভালোমত সেটা জানো !!


এ কথা তো ঠিক , কিছু কথা থাকে --
সকলেই জানে , সকলেই মানে --
ক্ষেত্রবিশেষে হয়তো বা বলা যায় ;
'পাবলিকে খায় '--তাই ব'লে , সব
কবিতা কে বলা যায় ?


নাকি ,সব কিছু কবিতাতে লেখা যায় ?


পুনশ্চ -
বলছি যে কথা ,আবার বলছি , ভাবনা ব্যক্তিগত ।
চাইনা কো নিতে সমালোচকের এ বিষয়ে অভিমত ও ।।