বাজারে তো আগুন হেথায়
হাত পোড়ে , হাত দিলে ।
জগুবাবুর বাজারে নাকি
সস্তা বেগুন মেলে ।
সে ,তো রে ভাই , অনেক খানি --
যেতেই হবে বাসে ;
অত খরচ সইবে কেন-- বইতে মাসে মাসে !
আর পারিনা চড়তে বাসে ,
কিংবা অটো মিনি ;
ভাবতেছি তাই ,
কম পয়সায় মারসেডিস এক কিনি !!
গিন্নির ফের বাই উঠেছে পুজোতে দুবাই !
বোঝেনাকো -- রেস্তো লিমিট--এক্সট্রা কোথায় পাই !!
আমার মাথায় প্ল্যানটা তবে ,
দুবাই টুবাই পরে হবে ,
ভাবছি আমি উইকএন্ডে টাইটেনিকায় যাই !
টাইটেনিকা ? --সেটা কোথায় ? কোত্থেকে তার ফ্লাইট ?
সে সব ভাই , ঠিক জানি না ,
সামলে খরচ আর পারি না !
শুনছি তবে , শস্তা হবে--জার্নি ওভার নাইট !!
ভেবে অনেক স্থির করেছি ,
এই ডিসিশন রাইট !!
পয়সা কড়ি তো দেখতে হবে --
অবস্থা তো টাইট !!!