পারাবার জানে প্রবালের ঠিকানাটা ;
হাতের শাঁখার সখাটি হয়তো জানে ।
আর জানে , ওই পরিপাটি গৃহকোণ
শ্রাবণী ও জানে ঠিকানা কথার মানে ।


প্রবাল তো থাকে সাগরের নিধি হ'য়ে
ছুটে যায় তাই , সাগর সদাই টানে
লুকিয়ে তো তাকে রেখেছিল অতলেতে
ফিরে যেতে ঘরে কে যেন বলিল কানে ।


আজ প্রবালের জন্মদিনেতে
শুধু এই মনে হয় --
আশিষ ঝরুক মাথার উপর
আয়ু হোক অক্ষয় !!


পুনশ্চ--


আমাদের খোকা আছে কার না'য়--
সাত না সতেরো কাকে দাঁড় বায়--
প্রয়োজন নেই সে কথা জানার ;
অত অর্থের নাই দরকার --
আমার ঘরের আদরের ধন
ঘরে তুই ফিরে আয় ।।