ভেবেছো , জল দিয়ে ধুয়ে দেবে
অনবধানতা --
অসাবধানে লেগে যাওয়া দাগ ।


অত ভুল ক'রোনাকো রোজ ;
বিশেষতঃ জীবনের কোনো পদক্ষেপে ।
পা টি ফেল' তাই মেপে মেপে ।
সিঁড়িটা ও ধুয়ে দাও ---
উত্থানের দাগ যেন না থাকে পায়ের।


ভেবেছো , জল দিয়ে ধুয়ে দেবে ?


জলের ও রয়েছে কড়া দাগ
রক্তরাগ ফাগ ও
যদি না নিকাশ কর শুরুতেই --
একবার ধরে গেলে পাবেনাকো বাগ ---
যতই থাকুক ঝাগ্
তোমার ঐ সার্ফ এরিএলে !!


দেখেছো তো ,
ক্ষত
সেরে যায় মেডিসিনে
চিহ্ন তবু থেকে যায় বহুদিন ।
দ্যাখোনি কখনো --কমোডে বেসিনে
কলে ,নলে ,সাবানের কেশে
মরচের কষ-ধরা লাল লৌহদাগ
হারপিক অ্যাসিডেও সহজে মেটেনা ।।