সে দিন হয়েছে কি --বসার ঘরের
ফ্লুরোসেন্ট টিউবটা ফিউজ্ড হঠাৎ !
মস্তকে যেন বজ্রপাত !!
তখন ঘড়িতে বাজে নয় --
এমন ই হয় --
তোমার যখন দেখো , হবে প্রয়োজন
পাবেনাকো সারানোর কোনো লোকজন !


খোলা ছিল কবিতার খাতা
কলম থামে না তবু ,
কি যে সব লিখলাম কত ছাতা মাথা
জানি না নিজেই ।
বারবার ডেকে ডেকে টেলিফোনে ইলেক্ট্রিসিয়ান ,
আসিলেন শেষ মেষ --ধড়ে এলো প্রাণ ,
জীবনদায়িকা আলো ঘরে এলো যেই
কবিতার পাতা খুলতেই দেখি
কি লিখেছি একি !!


আসলে ,ঘোরে তো রয়েছি --
যাহাই মাথায় ঘোরে
কবিতায় হয়ে যায় তাহাই ইউজ্ড !!
মিথ্যে নয় এক চুল
হয়ে গেছে বড় ভুল
লিখে গেছি মহা ভুলে- ' বাসর ঘরের বাল্ব '
আসলে ' বসার ঘরে '
টিউবটা হ'য়ে ছিল ফিউজ্ড !!!