প্রতিদিন লিখে যাই --
সাদা পাতা থাকে না কখনো ।
তবু ভালো জানি , ইদানীং আমার কলম
ভ্রূণহীন বাওয়া ডিম যেন--
উৎপাদন করেনা কোন সুস্থ শাবক !!
জীবনের নদী --
যাকে সাহিত্য বলে মানি ,
বহমান স্রোত তার অবরুদ্ধ হ'য়ে গেছে
কোনো এক বাঁওড়ের বাঁকে ।
বৃথাই নষ্ট দিন
বৃথাই নষ্ট সব কালি ও কলম
ধারহীন ভোঁতা ওই অস্ত্রের কোপে
জমে থাকা পলিটি সরানো--
অসফল প্রচেষ্টা শুধু ঊর্ণনাভ তন্তু নির্মাণের ।
তার থেকে ভালো অপেক্ষায় থাকা
চেয়ে থাকা আশার আলোয় ।


এখন তো দেখি , অনেকেই স্বতঃপ্রণোদিত
খননের কাজে লেগে গেছে --
ফেশবুকে , মিডিয়ায়-
তার স্বাক্ষর রয়েছে।


আশা করি , কোনো একদিন
কোনো ''মহাসেন" আসবে আবার
বাঁধ ভাঙা প্রবাহের বেগে
জন্ম দেবে নতুন কবিতা--
হয়তো তখন নতুন পথের জন্ম দেখে নেবে
"বাংলা" বা "বঙ্গের" উপকুলভূমি ।।