এ বার তো আমি জন্ম নিয়েছি সাতচলিশের পরে -
আসলে কিন্তু আমরা বন্ধু সওয়া শো বছর ধরে ।
সেদিনের কথা জেনেছি এখন খুঁজে ইতিহাস বই ;
আজ থেকে প্রায় দুইটি শতক, সাল ঊননব্বই ।
হয়তো তখন আমার বয়স আঠারো কিংবা কুড়ি
মেদিনীপুরের ক্ষুদিরাম ছিল আমার ই বয়সের ই !!
বাবা বলেছেন হয়তো তখন ,করো না স্বদেশী ওদের মতন
যতসব ওরা বখাটে ছেলেরা--পাঠ্যেতে মন নেই !
লেখা পড়া করে , হুজুগটা ছেড়ে চাকরি জোটাও কোনো !
মান সম্মান বংশের হবে নাম গুণগান জুটবে তো তবে
সারদার সাথে বরদা-হস্ত উপরি আসবে ধন ও ।।
হয়েওছিলাম জজ বা উকিল সাথে কলেজের ডিগ্রি ।
স্বদেশী করলো - লাভ কী যে হোলো--জারি হয়ে গেল ডিক্রি ।।
ঊনিশশ' আটে আঠারো বয়সে ওর হ'য়ে গেল ফাঁসি
কথাগুলো সব মুখে মুখে ছিল ,পরে হয়ে গেছে বাসি ।
আমার কিন্তু হয়ে ছিল পরে হয়তো বা সাদি-নিকা
নাতি-নাতনিরা হয়তো এখন জারমানি আমেরিকা --!!
ক্ষুদিরাম সেই ক্ষুদে থেকে গেছে--ক'জন বা মনে রাখে !
হারিয়ে যাচ্ছে ক্রমশঃ স্মৃতিটা ইতিহাসে-পাতা থেকে ।


তবু মাঝে ভাবি এগারো অগাষ্ট ঘুম ভেঙে যায় যদি --
মৃত্যুটা ওর আমাকে ও বুঝি করে দেয় অপরাধী।।


১১ আগষ্ট শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিন ছিল--তাঁর অমর আত্মার প্রতি এই শ্রদ্ধার্ঘ ।