ভেবে ছিলাম ,
আজ আর কলম ছোঁব না --
মসিযুদ্ধে বিরতি এখন ;
চারিদিকে ভালো করে দেখে নিই --
অসি আছে কার কার হাতে ;
বুঝে নিই কতখানি ধার ও ধরণ !
না হয় , সব দেখে শুনে--যখন যেমন
প্রকরণ পালটানো যাবে !!
তবেই না ,লেখা যাবে-- ইদানীং পাঠক যা খাবে !!


আমি ভাই এ কথাটা মানি--
নীল ডুমো যে মাছিটা জানি
নেশাগ্রস্ত পনসের রসে ,
সেই ফের ঘুরে ফিরে বিষ্ঠায় বসে ।
অতএব , তোমার ই উপর প্রভু ,সকল ই নির্ভর--
তোমার ই শ্রীহস্তে ধৃত পাত্রটি বিষ না অমৃত --
পরিবেশনেই বস্তুতঃ
হবেন পাঠককুল মৃত কিংবা প্রীত ।।


সুতরাং লেখকের ও আছে কিছু দায় --
উদর বিকল হয় এমন নিষিদ্ধ কিছু পাঠকে না খায় ।।