' পাপ ' হ'ল--উই আর ইঁদুরের মত--
কখন অজ্ঞাতসারে ঘরে ঢুকে পড়ে --
বাসা বাঁধে মনের কোণায় ;
কেটে কুটে ক'রে দেয় সব তছনছ !!


' পাপ ' হ'ল-- তোমার পি সি তে
চুপিসাড়ে ঢুকে পড়া লুকোনো ট্রোজান
বেরিয়ে ছড়িয়ে পড়ে , কখন হঠাৎ
বিনা মেঘে হানে বজ্রপাত , করে দেয় সব সর্বনাশ !!
( হয়তো রয়েছে হাতে পেতে পরিত্রাণ
ম্যাকাফি নর্টনএকাধিক এন্টিভাইরাস
তবু ও প্রায় ই শুনি তারা ও তো হয় কুপোকাৎ !! )


' পাপ ' --এক মানুষের মানসিক ' বোধ ' !
-- 'ব্যধি ' নয় --অন্দরের নিজের ব্যাপার --
কিন্তু ঢাকা থাকে না র‍্যাপারে--!!!
সব কৃতকর্মের একটা তো ফলভোগ আছে
আদালতে - সমাজে - সংসারে !!


যে কাজ করেছো তুমি সেটা --'' অপরাধ ''
আর ' পাপ ' ? সে তো --এক ইন্দ্রিয়ের বোধ--
সত্যিকারে করে থাকো যদি অনুতাপ
' পাপ ' আর থাকেনাকো --' পাপ '
হয়তো বা হয়ে যায় সব দেনা শোধ !!


আগুন তো পোড়াবেই হাত
জেনে ছোঁও , কিংবা না-জেনেই ভুলে
কালি তুমি ছিটিয়েছ নিজে নিজ কুলে
হয়তো বা , আগে থেকে ভেবে রাখা পরিকল্পনায় !!


মানসিক চাপ কখনো কি বাসা ছেড়ে যায় ?
বিচারে হওনা কেন ,বে-কসুর যতই খালাস
পাপবোধ ছিঁড়ে খায় তবু হাড় মাস !!!