বারিস্ রে তুই ,পারিস্ যদি - ঝরিস্ নাকো জোরে !
  ভোরের লোকাল ছ'টায় ছাড়ে লক্ষ্মীকান্ত পুরে --
এখন আমার কাজের মাসি করছে আসি আসি ;
বাসি বাসন পড়ে আছে কাল থেকে এক রাশি ।
কাঁদিস্ যদি অঝোর এমন তুই রে পোড়ারমুখি !
মহা রাণী এই বাদলে নেবেন কি আর ঝুঁকি ?
এমনি তে তার রেকর্ড আছে কাজ কে দিতে ফাঁকি--
আমায় এঁটো ঘাঁটতে হবে , সেটা জানিস্ নাকি ?
একবারটি আসতে দে মা তারপর নয় ঝরিস্ !
সারা দুপুর সন্ধে বিকেল--যা খুশি তোর করিস্ !!
এমন ঝরিস্ --আজকে ফিরে নাই বা গেল ঘরে ।
ফেলুক সেরে কাজ গুলো সব রাতের খাওয়ার পরে