হাসছি মোরা , হাসছি দ্যাখো ,হাসছি মোরা আহ্লাদী
টাটার সঙ্গে কুস্তি ক'রে গায়ের জোরের পাল্লা দি' ।
হাসতে হাসতে আসছে দিদি ,হাসছে নেতা ,হাসছে ভাই
হাসছি কেন সবাই জানে --পাচ্ছি জমি ফেরৎ তাই ।
হাসছে চাষি পাচ্ছে হাসি ; মাতছে সিঙ্গুর উচ্ছবে ।
ভাবছে খাসা মিটবে আশা হস্তে জমি বাস্তবে ।।
কাঁদছে টাটা ,-কপাল ফাটা , ন্যানো গেল গুজরাতে
জাল ছিঁড়লো , মাছ পালাল , পয়সা টা ও তার সাথে ।
সিঙ্গুরে আজ সিঁদুর খেলা রং-এ ই কেবল ফারাকটা
মরছে আশায় আজও চাষা -ফেরত জমির রং-চটা ।।
রাজ্য জিতুক , হারুক টাটা , বেল পাকলে কাকের কি ?
নাকের বদল নরুণ হ'ল- ওই জমিতে ক'রবো কি ?
ফয়সালাতে দো-ফসলার জমির চরিত বদলাবে ?
হয়তো আবার সিমেন্ট ইঁটে সিণ্ডিকেট ই সব খাবে !!