এখন তো কোন বাধা নেই , কেন না শরীর নেই ।


ঈশ্বরীর সাথে দেখা তো হবেই--
কোনদিন পথে ঘাটে--
কালিঘাটে পাণ্ডাদের কর্ডনিং ভেঙে সোজা চলে যাবো
অজ্ঞাতে সবার ;মা কালিকে ব'লে দেবো সব মন খুলে
ছিলোনা যে মনেতে কালিমা ।
অকপটে বলে দেবো সেদিনের কথা--
কোনটাই ছিলনাকো সাজানো ব্যাপার --
শোনা যাক , বিচার কি তার ।।
আমি দিই কপালের দোষ --
আমার মৃত্যুর জন্যে আসলে তো জন্ম ছিল দায়ী ।


এখন তো বাধা নেই , কেন না শরীর নেই ।
চ্যালেঞ্জ জানাতে পারি--
একটি ও কৃষ্ণদুর্বা উন্নত শিরের নিক দেখি ছিঁড়ে
এমন কে পিতার পুত্র-- কে আছে রাবণ !!
হাতে থাক পাত্রপুর্ণ সুরা
আমার তো দেহে নেই-- সেই সুরনারীর প্রতিমা ।
ওরা ভেবেছিল , সেদিনের স্পর্শে শিহরণ !!
চিৎকার ভেবেছিল নেহাত ই শীৎকার !!
তখনও দেহে ছিল প্রাণ !!


এখন তো কোন বাধা নেই , কেন না শরীর নেই ।
ভুত বা অতীতা যে নামেই ডাকো
অশরিরী প্রেতাত্মা আমার উলঙ্গিনী মাকালির মত
রক্তজিহ্বা রক্তচক্ষু মেলে ঐসব পাষণ্ডের স্বপ্নের শিরে
দাঁড়িয়ে থাকবে জেনো , রাত্রির ঘুম কেড়ে নিতে !
কেউ যেন ভেবনা কখনো --এটা এক প্রেতের প্রলাপ !!