কিছু ' কথা ' মনে পোষা ভালো !!
মনের খাঁচায় রাখো-
ডানা মেলে কোনোদিন
আকাশে যেন না পালায় !
মন-মরা হয়ে থাক , তবু ভালো,
- মুক্তি দিও না ।
পাখি ভেবে দানা দাও --পাত্রে দাও জল !!
দানা মানে-- চিন্তার খোরাক--
জল মানে-- অশ্রু--যে অম্বু স্বয়ম্ভূ-স্বয়ম্ সঞ্জাত ।
অশ্রু--সে তো , আপনি ই জন্ম নেয় চোখে--
উৎস তার কোথায় --কে জানে !!
যে চোখ ঝিলিক মারে
সেই চোখ ই অশ্রুর প্রসূতি !!
কিছু ' কথা ' থাকে --পায়ে তার বেড়ি
খাঁচার বাসায় ভালো থাকে ।
সেখানেই থাকা তার ভালো --
আকাশের স্বাদ পেলে মাঝে মাঝে
উড়বার সাধ জাগে তার ও --
বে-মালুম ভুলে যায় , অনভ্যাসে
সাধ্য তার ক্ষীণ -- পাখায় আড়ষ্ট পক্ষাঘাত !!
সেই সব ' কথাদের ' মনটাই নিরাপদ স্থান ;
কেননা , খাঁচার বাইরে ও থাকে
মুক্ত কিছু ' কথা '-- বে-পরোয়া
ওঁৎ পেতে বসে থাকে চিলের মতন
হিংস্রতার ঠোঁটে ছিঁড়ে খেতে
ছুটে আসে চারিদিক থেকে --
অন্ধকারে যে কথাটি ছিল
যেই সে বেরিয়ে আসে আলোর তৃষ্ণায়
প্রাণের সংশয় তার সমালোচনায় !!