সেদিন ছিল পাড়ার মোড়ে বিষয় বস্তু আড্ডার--
সংসারটায় চলার পথে অভিজ্ঞতা গাড্ডার ।
কর্তা এবং গিন্নী দুজন ঘর-গাড়িটার চাকা
চারটেই চাই ; নইলে গাড়ির যায় না ব্যালান্স রাখা ।
স্বামীর দু-হাত স্ত্রীর ও দু-হাত মোট চারটেই চাই
চলবে গাড়ি সংসারটার নইলে উপায় নাই ।
পথের মাঝে একটা চাকার ,হয় যদি পাংকচার
থামতে হবে সেই খানেতেই , চলবে না তো আর !
আড্ডায় এক মিচকে ছিল ,বললো, "সেজন্যেই ,
'স্টেপনি ' আরেক রেখেছি তাই স্ত্রীকে লুকিয়েই --
গিন্নী -চাকা বিগড়ে গেলে লাগাবো স্টেপনি
গড়গড়িয়ে চলবে গাড়ি বুদ্ধিটা এমনই ।"
বন্ধু আরেক শুনতে পেয়ে বললো তখন তাকে--
" এমনতরো করিস্ না ভাই , পড়বি যে বিপাকে ।
বুদ্ধিভ্রংশ বলে কারে-- ওরে ও মুখপোড়া
বুঝেছি তোর হয়ে গেছে সময়টা ঘর ছাড়ার ।।"