ভূতেরা রাতেই আসে ।
রাতেই ভূতেরা কথা কয়
মনগাছে বসে গান গায়
বাগেশ্রী নীলাম্বরী কিংবা কানাড়ায় --
সব রাগ চোবানো কান্নায় ।
সেইসব হতভাগা যারা জেগে থাকে রাতে ,
অনিদ্রা দেবীর অভিশাপে যাদের জাগতে হয় ,
আজ যারা রাত চরা পেঁচা ,
ক্ষয়ে যাওয়া চাঁদে যারা খুঁজে ফেরে বয়সের ছাপ
কিংবা্‌ কাদা ঘেঁটে নর্দমায় যারা
খুচরো পাপের শোকে আনে মনস্তাপ
তারা রাতে ভূতের দোসর ।
রাতেই ভূতেরা আসে
দল বেঁধে । এক গেলে তারপর এক ।
অলস মাথায় তারা খুঁজে নেয় ঠেক
আড্ডা জমাতে ভালো ।
রাস্তার ত্রিফলার আলো
ছায়া ফেলে চাঁদ নিভে গেলে ।
ভূতেরা এখনো আছে
বহাল তবিয়তে অসমবয়সী কোনো
ভূতপূর্ব প্রৌঢ়দের প্রাণসখা হ'য়ে ।
কোনো ভূত আছে চেপে
কোনো কোনো বুড়োদের ঘাড়ে ,
যারা একা থাকে নিজেদের সুবিশাল ফ্ল্যাটে ।
শুয়ে থাকা পাশের বুড়িরা ঘুম চোখে খুঁজে দেখে
তাদের ওই বুড়োরা এখন
ভূত হয়ে গেল কিনা, সে কথা কে জানে !!
( ভূত বানানে যেটা দীর্ঘ ঊ সেটা কোন ভুল নয় )