একটু আধটু এদিক ওদিক ভালো মন্দ মিশিয়ে নিলে
লোকটা কিন্তু দোষে গুণে এক্কেবারে ভালো মানুষ ।
নেইকো তার কষ্ট কোনো স্পষ্ট কথায় --এটা কিন্তু ভারি দোষের।
তিনি নাকি বাঁদর নাচেন বউএর কথায়,
থলি হাতে বাজারে যান রোজ সকালে --এটা গুণের ।
পার্টির ফাণ্ডে দেন না চাঁদা ,ঝগড়া করেন
দুর্নামটা সবাই করেন কিন্তু কথা সবার মনের ।
রিক্সাওলা চাইলে বেশি জুলুমবাজি ই মনে করেন
পরিশ্রমের পয়সা নেবে ন্যায্যমতন--এটা কেন হবে রোষের ?
যদি ভাবেন কর্পোরেশন ঘুষ না খেয়ে হচ্ছে না খুশ
পণ্ড করেন কাজটা গোটা , ধরেই রাখেন নিজের গোঁ টা
ভাবে ভাবুক মাথা-মোটা--ভাবনা টা কি সত্যি দোষের ?
লোকে ভাবুক খিঁচড়ে বুড়ো , ভুরু সদাই কুঁচকে থাকুক
গুঁতোনো টা শিক্ষা মোষের । ঘা লাগে যার গা'য়ে লাগুক !!
মনে করেন চিকিৎসকে শয়তানী দ্যান ভগবান ই ।
রোগ না দিলে ই দুর্ভোগ যে ডাক্তারের ও বাড়তে পারে
এ কথাটা সবাই জানি । কিন্তু তিনি বুঝতে পারেন
আগের থেকেই বেইমানি টা--এতে আবার দোষেরটা কি ?
আই সি এউ এর চার্জ লাগানো কথায় কথায় ভেন্টিলেশন
সেবাঙ্গনের ফন্দি ফিকির চট করে তার মাথায় ঢোকে--- এটা দোষের ?
যা হোক তিনি মানুষ ভালো ,হুঁশ তো আছে কিছু না হোক্
নড়ুক্ চড়ুক্ মগজে তাঁর মাঝে মধ্যে যতই না পোক্ ।।